টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ইতালি। ঘরের মাঠে গত কাল মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়নরা। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে রবের্তো মানচিনির দল।
প্রথমার্ধে দুর্দান্ত খেললেও দ্বিতীয়ার্ধে কিছুটা খেই হারিয়ে ফেলে ইতালি। তার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেও ব্যর্থ হয় হাঙ্গেরি। শেষ পর্যন্ত জয় হয় ইতালিরই।
এর আগে ‘ফাইনালিসিমা’র ট্রফির লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল ইতালি। এর পর নেশন্স লিগ অভিযানের শুরুতে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। হাঙ্গেরির বিপক্ষে এলো দারুণ এক স্বস্তির জয়।
ম্যাচের ৩০ মিনিটে বারেল্লার চমৎকার গোলে এগিয়ে যায় ইতালি। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ইন্টার মিলানের এই মিডফিল্ডারের ডান পায়ের জোরালো শটে দূরের পোস্টে বল জালে জড়ায়।
ম্যাচের ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক থেকে বক্সে ঢুকে পড়েন পলিতানো। তার থেকে বল পান পেলেগ্রিনি। সহজে গোলরক্ষককে পরাস্ত করেন এই রোমার মিডফিল্ডার।
ম্যাচের ৬১ মিনিটে আত্মঘাতী গোল করেন মানচিনি। বদলি নামা আতিলা ফিওলার ডান দিক থেকে বাড়ানো নিচু ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান তিনি। ম্যাচে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে টানা দুই আসর বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ইতালি।
আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডের মাঠে খেলবে ইতালি। ঘরের মাঠে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।