দিন দশেক আগেই জানা গিয়েছিল চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় লেগ থেকে সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক থাকছেন না জামাল ভূইয়া। তাই সত্যি হলো। সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নেমেছিল সাইফ। এ ম্যাচে অধিনায়ক ছিলেন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। অধিনায়ক না থাকলেও একাদশে ছিলেন জামাল।
সাইফের আজকের ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।
২০১৭ সালে সাইফে নাম লেখান জামাল ভূঁইয়া। এরপর আর দল বদল করার কথা ভাবেননি। তবে, ২০২০-২১ মৌসুমে মোহামেডানে ধারে (কোলকাতা) ১২ ম্যাচ খেলেছেন। দলে প্রায় শুরু থেকেই ছিলেন অধিনায়কের দায়িত্বে। তার অধীনে দলটি তেমন সুবিধা করতে না পারায় তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, জামালকে ভারমুক্ত করার জন্যই তাকে অধিনায়কের পদ থেকে আপাতত দূরে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে দলের দায়িত্ব আবারও তুলে দেওয়া হবে। প্রয়োজন হলে প্রতি ম্যাচেও অধিনায়ক পরিবর্তন হতে পারে।