• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অঘোষিত ‘ফাইনালে’ বাংলাদেশের একাদশ কেমন হবে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০২:৪৫ পিএম
অঘোষিত ‘ফাইনালে’ বাংলাদেশের একাদশ কেমন হবে?
ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দীর্ঘ ২০ বছরের খরা কাটিয়ে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে দলগত পারফর্মেন্সে স্বাগতিকদের ৩৮ রানের ব্যবধানে হারায় টাইগাররা। কিন্তু জোহানেসবার্গে পরের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা হেরে যায় বড় ব্যবধানে। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা। যে কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। 

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অঘোষিত এই ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। 

সিরিজে প্রথম ম্যাচে হেরে প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। অন্যদিকে বাংলাদেশ তাদের একাদশে কোন পরিবর্তন ছাড়াই দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে। সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে অধিনায়ক তামিম ইকবাল সেরা কিছুরই আশা করছেন।

দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আজকের ম্যাচে একাদশ অপরিবর্তিত থাকলে টানা ছয়টি ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে টাইগাররা।

ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডের মতো নিজেদের সেরাটা উজার করে দিতে পারলে সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে টাইগার শিবিরে। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারাতে ২০ বছর অপেক্ষা করা বাংলাদেশ কি পারবে প্রথম জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নিতে? 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক),  লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাইল ভেরেইন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রিশি ভ্যানডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জেনসেন, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

Link copied!