• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অঘোষিত ‘ফাইনালে’ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৪:৩৯ পিএম
অঘোষিত ‘ফাইনালে’ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ছবি সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে তুলবে। ফলে অঘোষিত ‘ফাইনালে’  বাংলাদেশ প্রথমে বোলিং করবে।  

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অঘোষিত এই ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। 

বাংলাদেশ তাদের একাদশে কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামবে। ফলে  টানা ছয়টি ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে টাইগাররা। অন্যদিকে সিরিজে প্রথম ম্যাচে হেরে প্রোটিয়ারা দ্বিতীয় ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। আজকেও তারা একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাঁহাতি পেসার ওয়েন পারনেলের জায়গায় ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে ভিড়িয়েছে তারা। 

সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে অধিনায়ক তামিম ইকবাল সেরা কিছুরই আশা করছেন। প্রথম ওয়ানডেতে এই মাঠেই ৩৮ রানের জয় পেয়েছিল টাইগাররা। 

ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮টিতে। বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক),  লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাইল ভেরেইন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রিশি ভ্যানডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

Link copied!