পাকিস্তানের ৬ বোলারের রান খরচের সেঞ্চুরি, ২০ বছর পর জিম্বাবুয়ের রেকর্ড স্পর্শ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ১১:৪২ এএম
পাকিস্তানের ৬ বোলারের রান খরচের সেঞ্চুরি, ২০ বছর পর জিম্বাবুয়ের রেকর্ড স্পর্শ

পাকিস্তান সফরকসরী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ক্রিকেট টেস্টে এক ইনিংস ও ৪৭ রানে পরাজিত হয়। ম্যাচে পাকিস্তান দুই ইনিংসে করে ৫৫৬ ও ২২০ রান। আর ইংল্যান্ড তাদের একমাত্র ইনিংসে করে ৭ উইকেটে ৮২৩ রান(ডিক্লেয়ার্ড)। ইংল্যান্ডের ইনিংসে পাকিস্তানের ৬ জন বোলার রান খরচের সেঞ্চুরি করেছেন। এমনভাবে ৬ জন জিম্বাবুয়ের বোলার ২০০৪ সালে বুলাওয়েতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে ১০০ বা তার অধিক রান হজম করেছিলেন। ২০ বছর পর জিম্বাবুয়ের ঐ বাজে রেকর্ডে ভাগ বসালো পাকিস্তান মুলতান টেস্টে। পাকিস্তানের  আবরার আহমেদ ১৭৪ রান খরচ করে কোন উইকেট পাননি। নাসিম শাহ ১৫৭ রানে ২টি, আমের জামাল ১২৬ রানে ১টি, শাহিন আফ্রিদি ১৩০ রানে ১টি, সালমা আলি আগা ১১৮ রানে ১টি এবং সাইম আইয়ুব ১০১ রানে ২টি উইকেট লাভ করেন।

Link copied!