চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থ সেই অভিযান শেষ করে বর্তমানে টাইগাররা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। পুরো মাসজুড়েই টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী মাস অর্থাৎ, ঈদের পর আবারও শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা।
দুইটি টেস্ট ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে চিরাচরিত নিয়ম অনুযায়ী, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোনো ম্যাচ হবে না।
শনিবার (৮ মার্চ) বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, ম্যাচ দুটি হবে সিলেট ও চট্টগ্রামে।
জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে আগামী ১৫ এপ্রিল। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২০ এপ্রিল থেকে। এটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের এই দুই ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল গত বছরে। সেবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। সেই সিরিজে দুইটি টেস্ট খেলার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তিনটির জায়গায় ৫টি টেস্ট খেলা হয়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিল। সেবার সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল টাইগাররা।
২০২১ সালে হারারেতে আবারও মুখোমুখি হয় ২ দল। সেবারও স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সব মিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে।