শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৪, ০১:১২ পিএম
শেষ ম্যাচে  বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে
অপরাজিত হাফ সেঞ্চুরির পথে ব্যাট করছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে রোববার মিরপুরে পঞ্চম ও শেষ ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামলেও শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। তবে বাংলাদেশ সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। 

বাংলাদেশের ৬ উইকেটে ১৫৭ রানের জবাবে সফরকারীরা ব্রায়ান বেনেটের অলরাউন্ডিং পরারফরম্যান্স ও অধিনায়ক সিকান্দার রাজার অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৯ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে জিতে যায়। 

১৫৮ রানের টার্গেটে ব্যাটে নেমে শুরু থেকেই জয়ের লক্ষ্যে মারমুখি ব্যাটিং করতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটাররা। দলীয় ৩৮ রানে মারুমানি (১) আউট হলে বেনেট ও রাজা ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। বেনেট ৪৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৭০ করে আউট হন। তবে আইপিএল খেলা রাজা ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন। ক্যাম্পবেল অপরাজিত ৮ রান করেন।  

এর আগে টসে হেরে ব্যাটে নামার পর টানা উইকেট হারানো বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচান সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার ৪৪ বলে ৫৪ রানে  এক’শ অতিক্রম করে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর করে স্বাগতিকরা।

মাহমুদউল্লাহ ওই রান করেন ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে। অধিনায়ক শান্ত ২৮ বলে ৩৬ রান করেন। ওপেনিং জুটিকে ৯ রানে বসিয়ে পরপর সাজঘরে ফেরত পাঠান জিম্বাবুয়ের বোলাররা। তানজিদ হাসান তামিম ২, সৌম্য সরকার ৭ তাওহিদ হৃদয় ১ রান করে আউট হন। ১৭ বলে ২১ রান করেন সাকিব আল হাসান। জাকের আলী অনিক ১১ বলে ২ ছক্কা ও ১টি চারে অপরাজিত ২৪ এবং সাইফউদ্দিন ৪ বলে অপরাজিত ৬ রান করেন । 

জিম্বাবুয়ের মুজারাবানি এবং ম্যাচসেরা বেনেট ২টি করে উইকেট পান।

বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ সিরিজসেরা হন। তিনি সিরিজে পেয়েছেন ৮টি উইকেট। 

 

Link copied!