বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটাররাই আইপিএলে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। কিন্তু অ্যাডাম জ্যাম্পা দল পেয়েও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এবারের আসর থেকে। সিদ্ধান্তটি যদিও সহজ ছিল না তার জন্য। ভারতের এই আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি আসরে না খেলতে অনেক কিছু ভাবতে হয়েছে তাকে, সম্ভাব্য কিছু ভবিষ্যৎ ঝুঁকিও নাড়া দিয়েছে মনে। তবে শেষ পর্যন্ত নিজের শরীর আর মনের দাবি মেটানোর কথাই ভেবেছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।
গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন জ্যাম্পা। এবারও নিলামের আগে তাকে ধরে রাখেন রাজস্থান রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন জানা যায়, দেড় কোটি রুপির চুক্তিতে থাকা ৩২ বছর বয়সী লেগ স্পিনার খেলবেন না এবারের আসরে।
জ্যাম্পার ম্যানেজার তখন কারণ হিসেবে বলেছিলেন কিছুটা শারীরিক ও মানসিক ক্লান্তির কথা। এবার উইলো টক পডকাস্ট-এ বিস্তারিত ব্যাখ্যা করলেন এই লেগ স্পিনার নিজেই, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এটি বিশ্বকাপের বছর এবং ২০২৩ সালের ধকলে আমি পুরোপুরি নিঃশেষিত। গত বছর পুরো আইপিএলে ছিলাম। বিশ্বকাপেও ভারতে থাকতে হয়েছে মাস তিনেক।’
জ্যাম্পা বলেন, ‘সিদ্ধান্তটি অবশ্যই সহজ ছিল না। কারণ মনের কোনো সবসময়ই ভাবনা চলতে থাকে যে, আইপিএল থেকে সরে দাঁড়ালে লোকে কী বলবে বা কীভাবে নেবে, পরেরবার আইপিএল খেলতে গেলে কী হবে… লোকে কি আমাকে এবারের সিদ্ধান্ত দিয়েই বিচার করবে? অনেক কিছুই মনে হয়েছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অনুভব করেছি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’