• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুবাইয়ে তরুণ দাবাড়ু ফাহাদের চমক চলছেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৩:০১ পিএম
দুবাইয়ে তরুণ দাবাড়ু ফাহাদের চমক চলছেই
যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিয়োম্যানের বিরুদ্ধে দাবা খেলার সময় চিন্তামগ্ন ফাহাদ। ছবি: সংগৃহীত

একের পর এক কৃতিত্ব দেখিয়েই চলেছেন ২০ বছর বয়সী বাংলাদেশের তরুণ দাবাড়ু ফাহাদ রহমান।  দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।

প্রথম রাউন্ডে টুর্নামেন্টে শীর্ষ বাছাই সুপার গ্র্যান্ডমাস্টার ইউয়ি ইয়ানগির সাথে ড্র করেন। ২৭২৮ রেটিং ধারী চীনের সুপার গ্র্যান্ডমাস্টারকে রুখে দেওয়ার পর ফাহাদ দ্বিতীয় রাউন্ডে ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টারের সঙ্গে।

দুবাইয়ে রোববার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে ফাহাদ যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান হ্যানসের মোকাবেলা করেন। ২৬৮৮ রেটিংধারী গ্র্যান্ডমাস্টারকে কালো ঘুটি নিয়ে রুখে দিয়েছেন বাংলাদেশের ২৪৩১ রেটিংধারী দাবাড়ু। উচ্চ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার নিয়োম্যান দাবা অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়েছিলেন বিশ্বের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে। নিয়োম্যানের কাছ থেকে বাংলাদেশের দাবাড়ুর পয়েন্ট আদায় করে নেয়া অত্যন্ত বড় কৃতিত্ব। 

সোমবার রাতে তৃতীয় রাউন্ডে ফাহাদ কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরমান আলোয়ার বিপক্ষে খেলবেন। উঁচু রেটিংধারী দুই গ্র্যান্ডমাস্টারকে রুখে দেওয়া ফাহাদের এই রাউন্ডে জয় প্রত্যাশিত। দুই রাউন্ড শেষে ফাহাদের পারফরম্যান্স রেটিং ২৭০৫। ৯ রাউন্ডের এই টুর্নামেন্ট থেকে ফাহাদ আরো ছয় পয়েন্ট পেলে আরেকটি জিএম নর্ম পেতে পারেন।

আন্তর্জাতিক মাস্টার থেকে গ্র্যান্ডমাস্টার হতে তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং পয়েন্ট প্রয়োজন। ফাহাদের বর্তমান রেটিং ২৪৩১। গত মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছেন।

Link copied!