• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টি-টোয়েন্টিতে টসের পর একাদশ নির্ধারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৫:২৩ পিএম
টি-টোয়েন্টিতে টসের পর একাদশ নির্ধারণ

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে চমকপ্রদ নিয়ম করা হয়েছে। টসের পর একাদশ বেছে নিতে পারবেন অধিনায়ক।

শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এই সময়ে অনেক দেশের খেলোয়াড়দের এই লিগে তাদের পারফর্ম্যান্স করতে দেখা যাবে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের বিশেষ বিষয় হলো, আইপিএল ফ্র্যাঞ্চাইজির অনেক মালিক এই লিগের দলেরও মালিক। এই কারণে ভারতীয় সমর্থকরা ম্যাচটি দেখার সময় আইপিএলের মতো উত্তেজনা অনুভব করতে পারেন। এই লিগে কিছু চমকে যাওয়ার মতো নিয়ম আছে।

টসের পর অধিনায়ক তার একাদশ নির্বাচন করতে পারবেন। টসের আগে অধিনায়ককে ১৩জন খেলোয়াড়ের তালিকা দিতে হবে এবং তারপরে টসের পর ১১জন খেলোয়াড় নির্বাচন করতে পারবেন। বাকি দুই খেলোয়াড়কে বিকল্প হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে, যদি কোনো ফিল্ডার সরাসরি থ্রোর মাধ্যমে ব্যাটারকে রান আউট করার চেষ্টা করেন এবং সেই বল যদি স্টাম্প থেকে দূরে চলে যায়, তাহলে ব্যাটার ওভার থ্রোতে রান নিতে পারবেন না।

ব্যাটার যদি ফ্রি হিটের বলে বোল্ড হন, তাহলেও তিনি দৌড়ে বাই রান নিতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলি একই রকম রান নিয়েছিলেন।

এই লিগে বোনাস পয়েন্টেরও নিয়ম আছে। এখানে বিজয়ী দল ৪ পয়েন্ট পাবে। তবে সেই দলের যদি প্রতিপক্ষের চেয়ে ১.২৫ গুণ বেশি রান রেট থাকে, তবে তারা একটি বোনাস পয়েন্টও পাবে। মানে সেই দল ৪ এর পরিবর্তে ৫ পয়েন্ট পাবে।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পাওয়ারপ্লে হবে দুই ভাগে। প্রথম পাওয়ারপ্লে হবে ৪ ওভারের, আর দ্বিতীয় পাওয়ারপ্লে হবে ২ ওভারের। এছাড়া উভয় ইনিংসেই স্ট্র্যাটেজিক টাইম আউট হবে আড়াই মিনিট।

পয়েন্ট টেবিলে দুই দল টাই থাকলে সেই সময়ের মধ্যে যে দল সবচেয়ে বেশি ম্যাচ জিতবে তারা এগিয়ে যাবে। 

Link copied!