টানা তিন ম্যাচ ডাগআউটে বসে ছিলেন কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল খেলতে যাওয়া টাইগার সেনসেশন লিটন কুমার দাস। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে খেলার সুযোগ পান তিনি। কিন্তু আইপিএল অভিষেক রাঙাতে পারেননি লিটন। ব্যাট হাতে করেছেন চার রান। আর কিপিংয়েও ছিলেন ফ্লপ। তাই রোববার (২৩ এপ্রিল) রাত ৮টায় শুরু হতে যাওয়া চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কি দ্বিতীয় সুযোগ পাবেন তিনি? দেশি ক্রিকেট অনুরাগীরা এ প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে।
সিদ্ধান্ত নেবে কলকাতার টিম ম্যানেজমেন্ট। তাই অনিশ্চয়তা থাকছেই। মাঠে নামলে লিটনকে দেখাতে হবে তার স্বীয় স্টাইলের মারমার কাটকাট ব্যাটিং। কিপিংয়ের সময় ধরে রাখতে হবে আরো স্থির মনোভাব। সাফ কথা, প্রথম ম্যাচ ভুলে যেতে হবে। নতুন শুরুর প্রত্যয় দেখালে আইপিএলের মতো বড় আসর রাঙানো কঠিন হবে না লিটনের মতো প্রতিভাধর ক্রিকেটারের জন্য।
কিন্তু সবই নির্ভর করছে স্টার্টিং ইলেভেনে থাকার ওপর। অপেক্ষা রাত ৮টার। তখনই জানা যাবে আইপিএলে দ্বিতীয় সুযোগ জুটবে কিনা লিটনের।