সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করেন, এবারের বিশ্বকাপের ভাগ্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। লিওনেল মেসি শেষ পর্যন্ত তার পঞ্চমবারের আসরে প্রথম বিশ্বকাপ জিতবেন।
মঙ্গলবার শেষ চারে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ক্রোয়াটদের হারাতে পারলে মেসি তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইনালে উঠবেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা থেকে বঞ্চিত হয়।
ইব্রাহিমোভিচ অন্য তিন সেমিফাইনালিস্টের প্রশংসা করেছেন। কিন্তু তিনি অনুভব করছেন, কেবল একটি দল ট্রফি নিয়ে চলে যাবে।
ইব্রা বলেন, “আমি মনে করি কোন দল বিশ্বকাপ জিতবে এটা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। আপনি জানেন আমি কাকে বলতে চাইছি। আমি মনে করি মেসি ট্রফি তুলবেন, এটা আগেই লেখা আছে।”
ইব্রাহিমোভিচ ২০০২ এবং ২০০৬ সালের দুটি বিশ্বকাপ আসরে সুইডেনের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে।