• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

কলম্বিয়ার কাছে হারল বিশ্ব চ্যাম্পিয়নরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:০৯ পিএম
কলম্বিয়ার কাছে হারল বিশ্ব চ্যাম্পিয়নরা
হেরে হতাশ আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন বেশ ভালো পজিশনে রয়েছে। হয়তো তাতেই একটু গা-ছাড়া ভাব। এবার সেই ভাবকে পুরোপুরি কাজে লাগাল কলম্বিয়া দল। বুধবার ভোরে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এক ম্যাচে কলম্বিয়ার মাঠে গিয়ে হেরে এসেছে মেসির আর্জেন্টিনা।

যদিও ইনজুরির কারণে মেসি বেশ কয়েকটি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি। কলম্বিয়া ম্যাচটি জিতেছে ২-১ গোলে। মসকেরার গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে গনজালেজ গোল করে সমতা আনেন। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজ। 

আর্জেন্টিনা অবশ্য ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৬ পয়েন্ট পেয়ে মেসিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেলের দেশ ব্রাজিল।

Link copied!