• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৯:০৭ পিএম
বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
ফাইল ছবি।

২০২২ কাতার বিশ্বকাপ শেষ হওয়ার আট মাস পর শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি। সেপ্টেম্বর থেকেই শুরু হবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইয়ের জন্য গত ১৯ আগস্ট  ব্রাজিল দল ঘোষণা করলেও এতদিন দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। অবশেষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলের অভিজ্ঞ এবং তারকা ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসিসহ দলে রয়েছেন ডি মারিয়া, মার্টিনেজ, ডি পলের মতো তারকা ফুটবলাররা।

আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে।  আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। আর্জেন্টিনার মাঠ বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার দিন পর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে বলিভিয়া।

আর্জেন্টিনা দল

লুকাস বেলট্রেন, নিকোলাস গঞ্জালেস, জুয়ান মুসো, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, জার্মান পাজেলা, গুইদো রড্রিগুয়েজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বুনানোতে, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, এজুকুয়েল পালাসিও, ওয়াল্টার বেনিতেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালেন ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা, লুকাস এসকিউবেল।

Link copied!