• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি : শান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৪:৫১ পিএম
কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি : শান্ত
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি-সংগৃহীত

“কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, আরও বাকি আছে।” শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম কোনো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন এই কাজ বাকি থাকার কথা।
সিলেটে কিউইদের বিপক্ষে ১৫০ রানের বড় জয় তুলে নেয় নাজমুল হাসান শান্তর দল।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্ত আরও বলেন,“ ধন্যবাদ সৃষ্টি কর্তাতে, আমাকে অধিনায়কত্বের সুযোগ করে দেওয়ার জন্য। আমার অর্ধেক কাজ শেষ হয়েছে। এখনো পুরোপুরি শেষ হয়নি। সবাই সামনের ম্যাচের জন্য মুখিয়ে আছে।”

এমন জয়ের জন্য শান্ত বাহবা দিচ্ছেন সতীর্থ ক্রিকেটারদের। সবার নাম উল্লেখ করে শান্ত বলেন, ‘সবাইকে কৃতিত্ব দিচ্ছি। সবাই ম্যাচটা উপভোগ করেছে। তবে আমরা ফলাফল নিয়ে ভাবিনি।’

দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকায় এই জয় আদায় করে নেওয়া তরুণদের জন্য একটা বড় সুযোগ ছিলো বলে মনে করেন শান্ত। শান্ত বলেন, ‘তরুণ ক্রিকেটার হিসেবে আমাদের জন্য এটা দারুণ সুযোগ ছিলো-দলে অবদান রাখা ও জেতানোয়।’

শান্ত আরও বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে, প্রথম ইনিংসে আরও রান করা যেতো। তবে বোলাররা ভালোভাবে শেষ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।’

আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

Link copied!