ব্রিটেনের নারী ক্রীড়াবিদ মলি কাউডারি চেক প্রজাতন্ত্রে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পোল ভল্টের শিরোপা জিতেছেন। সেইসঙ্গে তিনি চলতি বছরে এই ইভেন্টে সেরা পারফর্মও করেছেন।
২৪ বছর বয়সী কাউডারি চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভা গোল্ডেন স্পাইকে অনুষ্ঠিত ইভেন্টে ৪.৮৪ মিটার উচ্চতায় প্রথম হন।
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়ন চেক সুন্দরী কাউডারি অবশ্য ৪.৯২ মিটারের নতুন জাতীয় রেকর্ড স্থাপনে ব্যর্থ হয়েছেন।
২০১৬ সালের রিও অলিম্পিক চ্যাম্পিয়ন ৩৪ বছর বয়সী গ্রিসের ক্যাটেরিনা স্টেফানিদি কাউডারির তুলনায় ২০ সে.মি. নিচে থেকে দ্বিতীয় স্থান অধিকার করেন।
পুরুষদের ইভেন্টে সুইডেনের আরমান্ড ডুপ্ল্যান্টিস ৬.০০ মিটার উচ্চতায় শিরোপা লাভ করেন। অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন ডুপ্ল্যান্টিস অবশ্য অল্পের জন্য নবমবারের মতো আউটডোর বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি।