• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী বিপিএলেই থাকছে নারী আম্পায়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৪:১৯ পিএম
আগামী বিপিএলেই থাকছে নারী আম্পায়ার
এখন সুপরিচিত নাম আম্পায়ার সাথীরা জাকির জেসি। ছবি: সংগৃহীত

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে নারী আম্পায়ার দেখা গিয়েছে। মাঠের বাইরের আম্পায়ারিংয়ের সাথে মাঠেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল সাথীরা জাকির জেসিদের। এবার জানা গেল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে দেখা যেতে পারে নারী আম্পায়ারদের। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। অভিজ্ঞ করে আনতে প্রথমে আমরা স্কুল ক্রিকেটে দিই, প্রিমিয়ার লিগে অনফিল্ডে কিন্তু প্রথমবার দায়িত্ব পালন করেছে তারা। তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি। অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না, অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন। এটা শিক্ষণীয় বিষয়। এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে। আইসিসি কেন করেছে? কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছে সেটা দেখেই করেছে।’

 তিনি বলেন, ‘পরবর্তী বিপিএলে অনফিল্ড হয়ত নাও দেখতে পারেন। কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন। ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে। আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে।’

 

Link copied!