• ঢাকা
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪৩৯ রান, ৩২ ছক্কা ও হ্যাটট্রিকের ম্যাচে ইংল্যান্ডকে হারাল উইন্ডিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০১:০৫ পিএম
৪৩৯ রান, ৩২ ছক্কা ও হ্যাটট্রিকের ম্যাচে ইংল্যান্ডকে হারাল উইন্ডিজ
হাফ সেঞ্চুরি করা দুই ব্যাটার শাই হোপ ও এভিন লুইস। ছবি : সংগৃহীত

৪৩৯ রান আর ৩২টি ছক্কার জমজমাট টি-টোয়েন্টি ম্যাচ দেখলো দর্শকরা। দুই দল ছক্কা হাঁকিয়েছে সমান ১৬টি করে মোট ৩২টি। ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রস আইলেটে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান করে। জবাবে স্বাগকিরা ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান করে দারুণ এক জয় পায়।

অবশ্য ইংল্যান্ড আগেই পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ নিশ্চিত করে রাখে। এই জয়ে তাই ব্যবধানই (১-৩) কমাতে পেরেছে ক্যারিবিয়ানরা। আজ রোববার দিবাগত রাত ২টায় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ দুই দলের।

বড় লক্ষ্য তাড়া করার কাজটা সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস। দুজন ৫৫ বলে ১৩৬ রানের জুটি গড়েন।

বড় শট খেলায় পারদর্শী লুইস বেশি ছক্কা মারবেন, সেটাই স্বাভাবিক। ৭টি ছক্কা ও ৪টি চারে তিনি ৩১ বলে করেন ৬৮ রান।ম্যাচসেরা হোপ ৩টি ছক্কা ও ৭টি চারে করেছেন ২৪ বলে ৫৪।

১৩৬ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ওই একই রানে হারায় আরও ২ উইকেট। রেহান আহমেদের ওভারের প্রথম বলে লুইস আউট হওয়ার পর দ্বিতীয় বলে হোপ হন রান আউট। ওভারের তৃতীয় বলে বোল্ড হন নিকোলাস পুরান। তাতে হয়ে যায় হ্যাটট্রিক। যদিও সেটা বোলার রেহানের নয়, দলীয়।

টানা ৩ বলে ৩ উইকেট হারানোর পরও রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বলে ৩৮ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪। ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েলের মতো ঠিক ২৩ বলেই ৩৮ রান করেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। এই সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পাওয়া জ্যাকব বেথেলও কালও পেয়েছেন ফিফটি। ৩২ বলে ৬২ রান করে ছিলেন অপরাজিত। স্যাম কারেন ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। 

Link copied!