বেশ কিছুদিন পর জাতীয় দলে ফিরেই নিজেকে মেলে ধরলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। ইনজুরি থেকে ফিরেই নিজের স্বভাবজাত ছন্দে পারফর্ম করছেন উইলিয়ামসন। পরপর দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন তিনি। তবুও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। হারের শঙ্কায় থাকা কিউইরা ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানের লিড নিয়েছে। বিপরীতে, ম্যাচে এগিয়ে থাকা ইংল্যান্ডের হয়ে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে হ্যারি ব্রুক একটি রেকর্ড গড়েছেন।
ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষেই লিড নেওয়ার পথে ছিল সফরকারীরা। ব্রুক তৃতীয় দিন খেলতে নেমে থেমেছেন ১৭১ রানে, দলও পেয়ে যায় ১৫১ রানের লিড। প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৩৪৮ রান। ৪৯৯ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৮০ রান করেছেন বেন স্টোকস, ওলি পোপ ৭৭, গাস অ্যাটকিনসন ৪৮ ও বেন ডাকেট ৪৬ রান করেন।
আগেরদিন সেঞ্চুরি করেই টেস্টে যৌথভাবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েছিলেন ব্রুক। ন্যূনতম ১০ ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ ১০২.৮৪ ব্যাটিং গড়ে রান করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্রাডম্যান। এরপরই অবস্থান ব্রুকের। দেশের বাইরে টেস্টে তার বর্তমান গড় ৮৯.৪০।
ইংল্যান্ডের ১৫১ রানের লিড পেরিয়ে লক্ষ্য দেওয়ার চ্যালেঞ্জ ছিল স্বাগতিক কিউইদের সামনে। তবে দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের ৬১ রান ছাড়া ভালো রান পাননি কেউই। মাত্র ৩ রানেই টম ল্যাথামের উইকেট হারিয়ে শুরু, এরপর ৬৪ রানের মধ্যে ডেভন কনওয়ে (৮) এবং রাচিন রবীন্দ্রও (২৪) আউট হয়ে যান।
৮৬ বলে ৭টি চারে ৬১ রানে উইলিয়ামসন আউট হওয়ার পর আরও দুই ব্যাটার টম ব্লান্ডেল (০) ও গ্লেন ফিলিপস (১৯) অল্প সময়ের ব্যবধানে মাঠ ছেড়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন। দিন শেষ হওয়ার আগে ৬ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫৫ রান, লিড মাত্র ৪ রান। ক্রিজে থাকা মিচেলকেই (১৯) বড় লক্ষ্য দেওয়ার কঠিন চ্যালেঞ্জ নিতে হবে।
ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও ব্রাইডন কার্স।
এর আগে দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করে উইলিয়ামসন প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে টেস্টে ৯০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন। এই কীর্তিতে তিনি অষ্টম দ্রুততম ব্যাটার (১৮২ টেস্ট ইনিংস)। এই রেকর্ডে উইলিয়ামসন ফ্যাব-ফোর ক্রিকেটারদের মধ্যে একমাত্র স্টিভ স্মিথের পেছনে রয়েছেন। স্মিথ মাত্র ১৭৪ ইনিংসে এই মাইলফলক অর্জন করেন। এ ছাড়া জো রুট ১৯৬ এবং বিরাট কোহলি ১৯৭তম ইনিংসে প্রবেশ করেন নয় হাজারি ক্লাবে।