• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিএসএল দল কিনবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৭:৫৩ পিএম
পিএসএল দল কিনবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স?
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে অন্তত দুইটি দল বাড়াতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন রয়েছে, পিএসএলে দল কিনতে আগ্রহী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল নাফিসা কামালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পাকিস্তানী সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ এর প্রতিবেদন অনুযায়ী পিএসএলে ৬ দলের পরিবর্তে যে ৮ দলের কথা চলছে তাতে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন নাফিসা কামাল।

তবে এ বিষয়ে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়নের সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেনি। বরং ‘মাত্রই শুনেছেন’ বলে দাবি করেন তিনি।

 ফয়সালাবাদ ও শিয়ালকোটের নামে নতুন দুই দল পিএসএলে আগামী আসরে যুক্ত হতে পারে। দল পেলে নাফিসা কামালের দলের নাম হতে পারে ফয়সালাবাদ ভিক্টোরিয়ান্স বা শিয়ালকোট ভিক্টোরিয়ান্স।

তবে দল আদৌ বাড়বে কিনা সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, পিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি অনুযায়ী  আগামী দুই বছরে ছয়টি দলের বেশি খেলা যাবে না।

পিএসএলে বর্তমানে ৬ দল হলো করাচি কিংস, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, মুলতান সুলতান্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টটির শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স।

 

Link copied!