• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

বিশ্বকাপের পর অবসর নেবেন কোহলি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৩:৫৫ পিএম
বিশ্বকাপের পর অবসর নেবেন কোহলি?

২০২১ সালে বিরাট কোহলির সময়টা বেশ বাজে কেটেছে। কোনো ফরম্যাটেই সুবিধা আদায় করতে পারেননি তিনি। অবশেষে দুঃসময়ের কালো মেঘ সরিয়ে এবার এশিয়া কাপ ছিল কোহলি ভক্তদের জন্য দারুণ আনন্দের উপলক্ষ্য। তবে আনন্দের মধ্যে আবার বিষাদের ছায়া দেখা দিয়েছে ভারতীয় বোর্ড কর্তার বক্তব্যে।

এশিয়া কাপে কোহলি দুইটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন কাঙ্ক্ষিত শতকের দেখা। শেষ ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে শতক পেয়েছিলেন কোহলি।

ভারতের এই ব্যাটিং জিনিয়াসের ফর্মে ফিরে আসা তার সমর্থকমহলে স্বস্তি দিলেও ভারতীয় এক বোর্ড কর্তার কথায় টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপের পরই কোহলির অবসরের শঙ্কা দেখা দিয়েছে। 

এক বোর্ডকর্তা জানিয়েছেন, টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপের পরেই দলে পরিবর্তন আসবে। সিনিয়র খেলোয়াড়দের অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হবে যাতে নতুনদের জায়গা তৈরি হয়। কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে দল থেকে অবসর নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। অবশ্য জাদেজা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন। 

বোর্ডের এক বার্তায় বলা হয়, ‍‍`প্রতিটি বড় প্রতিযোগিতার পর দলে পরিবর্তন আসে। গত বছর বিশ্বকাপের পর মোহাম্মদ শামিকে দুই ফরম্যাটে মনোযোগ দিতে বলা হয়েছিল। বিরাটের বয়স কমছে না। আমাদের ধারণা, একটা বদল দরকার। বিশ্বকাপ হয়ে যাক, এরপর দল বদল নিয়ে আমরা চিন্তা করব।‍‍`

Link copied!