• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২১ রজব ১৪৪৬

কেন তাসকিন গলায় দড়ি দেওয়ার প্রসঙ্গ তুললেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ১১:৪৫ এএম
কেন তাসকিন গলায় দড়ি দেওয়ার প্রসঙ্গ তুললেন
তাসকিন আহমেদ । ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে ভালো পেসার তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে চলতি বিপিএলে মাঠে আলো ছড়াচ্ছেন। দলের পারফরম্যান্স ওঠানামা করলেও তাসকিন নিজেকে ধরে রেখেছেন দারুণভাবে।

মাঝে গুঞ্জন ছিল আইপিএলে কিংবা পিএসএলে দল পাবেন তারকা এই পেসার। তবে শেষ পর্যন্ত দল পাননি তাসকিন। সোমবার বিপিএলে ম্যাচ শেষে তাসকিনের কাছে জানতে চাওয়া হলো পিএসএল ড্রাফট নিয়ে। জবাবে এই পেসারের সহজ উত্তর, পিএসএলে দল না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘না (পিএসএলে দল না পাওয়া) আপসেট এর কী আছে? আমি যদি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি, যেখানেই খেলি যদি ভালো খেলতে পারি সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তো ৩ বার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি, এটা আপসেটিং হলে অইটা তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আপসেট না, তকদিরে যা আছে সামনে আসবে ইনশাল্লাহ।’

সোমবার থেকেই দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব এসেছে তাসকিনের কাছে। প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে ১১১ রানে হার। নিজের বোলিং পারফরম্যান্স আর দলের হারটাকে তাসকিন দেখছেন খারাপ দিন হিসেবে, ‘আসলে দেখেন শুরুটা ভালোই হয়েছে। ৫ ক্যাচ মিস। ১৯০ এর জায়গায় ১৬০-৭০ হলে ভিন্ন গেম হতেই পারত। সব মিলে খারাপ দিন গেছে। হ্যাঁ আগের ম্যাচেও হইসে হয়ত সামনেও হবে। এরপর যেগুলা উইকেট পাই সেগুলাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে যেন সামনে আরও খেলতে পারি।’

তাসকিনের আইপিএলে খেলার গুঞ্জন এবারও রয়েছে। এ ব্যাপারে তাসকিন বলেন, ‘না। হয়ত কারও ইঞ্জুরি হলে ডাকতে পারে। ডিরেক্ট আমার সাথে কথা হয়নি। নরমালি তো এজেন্টের সাথে কথা হয়।’

তাসকিনের বাবা বলেছিলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দেখতে চান ছেলেকে। এই প্রসঙ্গে তাসকিন কথা এড়িয়ে গেলেন পুরোপুরি। বললেন, ‘আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলা ভালো খেলা।’

 

Link copied!