• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

এলপিএলকে কেন ধন্যবাদ দিলেন জয়সুরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ১১:৫৫ এএম
এলপিএলকে কেন ধন্যবাদ দিলেন জয়সুরিয়া

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাস্টার ব্লাস্টার খ্যাত শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ক্যান্ডি ফ্যালকনের মেন্টর হয়ে তরুণ প্রতিভার খোঁজে ইতিমধ্যে কাজ করছেন এই কিংবদন্তি অলরাউন্ডার।

শুরু হতে যাওয়া এবারের এলপিএল নিয়ে উচ্ছ্বাসিত জয়সুরিয়া বলেছেন, ‘এ টুর্নামেন্টটি ঘরোয়া ক্রিকেটের দারুণমাত্রা যোগ করেছে এবং শ্রীলঙ্কা ক্রিকেটকে দারুণ কিছু প্রতিভার সন্ধান দিচ্ছে। অভিজ্ঞ প্রতিভা খুঁজতে এটা দারুণ একটা মঞ্চ। এলপিএল টি-২০ উন্নতিতে সাহায্য করছে এবং ভবিষ্যতে শ্রীলঙ্কা অনেক ক্রিকেটার পাবে। আমার বিশ্বাস, তাদের সামনে জাতীয় দলের উজ্জ্বল ভবিষ্যৎ।’

এলপিএলের ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলেছেন আইপিজি স্পোর্টসের চেয়ারম্যান ও এলপিএলের প্রমোটার আনিল মোহন। তিনি বলেছেন, ‘প্রতিদিন খেলা দেখতে আসা দর্শকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি টুর্নামেন্টটি ইতিবাচক প্রভাব ফেলতেছে। দর্শকরা খেলা চলাকালীন দারুণ একটা আবহ তৈরি করে যা খেলোয়াড়দের পারফর্ম করতে অনুপ্রেরণা দেয়।’

Link copied!