• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বিপিএল

কেন ব্যাটিংয়ে নামেননি সাকিব?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৭:২৩ পিএম
কেন ব্যাটিংয়ে নামেননি সাকিব?

রংপুর রাইডার্সের বিপক্ষে চার উইকেটের ব্যবধানে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর থেকে বিদায় নিয়েছে ফরচুন বরিশাল। তবে দলটি হার ছাপিয়ে আলোচনার টেবিল দখল করেছে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিংয়ে না নামা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বরিশালের হেড কোচ নাজমুল আবেদীন ফাহিম। সেখানে সাকিবের ব্যাটিংয়ে না নামার কারণ জানতে চাওয়া হলে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন তিনি।

ফাহিম বলেন, “এতো ভালো প্লাটফর্ম হওয়ার পরও ওর মনে হয় মাথায় কাজ করেছিল রাজাপাকশে বা করিম জানাতকে ফ্রি করে দিলে ওরা যদি ফ্রিলি খেলে। নো মেটার ওরা যতটুকু রান করতে পারুক না কেন ওটা যদি ভালো রেটে করতে পারে সেটা দলের কাজে আসবে। ও শেষে গিয়ে ওর কাজটা করবে। কিন্তু আমার মনে হয় না সেই পরিকল্পনাটা কাজে লেগেছে।”

সাকিব আল হাসানের আগে ব্যাটিংয়ে পাঠানো হয় করিম জান্নাত ও রাজাপাকশকে। তবে তারা প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন ফাহিম। এ সময় টপ অর্ডার ব্যাটারদের তৈরি করা ফাউন্ডেশন কাজে লাগাতে না পারার আক্ষেপও করতে দেখা যায় তাকে।

ফাহিম আরও যোগ করেন, “করিমকে পাঠানো হয়েছে বা রাজাপাকশেকে পাঠানো হয়েছে। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা করতে পারেনি। সেটা উইকেটের কারণে হোক বা  অন্য কোনো কারণে বা ভালো বোলিংয়ের কারণে হোক। কিংবা ওদের নিজেদের ইনটেন্টের কারণে হোক। সেটা করতে পারেনি। সেটার কারণেই কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি। যে ফাউন্ডেশন শুরুতে দিয়েছিল আমাদের সুযোগ ছিল ১৯০ বা তারও বেশি স্কোর ছাড়িয়ে যাওয়ার। সেই ব্যাটিং শক্তি কিন্তু আমাদের শেষের দিকে ছিল। যেটা আমরা ব্যবহার করতে পারিনি।”

তবে ব্যাটিংয়ে পজিশন পাল্টানোর সিদ্ধান্ত পুরোপুরি সাকিব আল হাসানের বলে জানিয়েছেন ফাহিম। সাকিব নিজে স্বাচ্ছন্দ বোধ করছিল বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।

“অধিনায়কের কল তো ছিলই। নট দ্যাট অামাদের সঙ্গে অালাপ করেনি। ও নিজে থেকে কমফোরটেবল ফিল করছিল যে ওরা ভালো খেলোয়ার। ওরা যদি যায় দুই –এক ওভার এক্সেলারেট করে দিয়ে আসতে পারে…সেরকম একটা অবস্থায় অামরা ছিলামও। ১-২ উইকেট হারালেও অসুবিধা হতো না আমাদের। কিন্তু সেই সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারিনি অামরা” যোগ করেন ফাহিম।

Link copied!