• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০১৬ সালের এই দিনে সাকিব কেন সেলুট দিয়েছিলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৭:৫৬ পিএম
২০১৬ সালের এই দিনে সাকিব কেন সেলুট দিয়েছিলেন
বেন স্টোকসকে বোল্ড করার পর সাকিবের সেই ঐতিহাসিক স্যালুট। ফাইল ফটো

আজ থেকে আট বছর আগে ঠিক এই দিনে বাংলাদেশ ইতিহাস গড়েছিল প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে। চট্টগ্রামে প্রথম টেস্টে ২২ রানে হারলেও ঢাকায় দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে স্বাগতিকরা ১০৮ রানের বিশাল ব্যবধানে সফরকারীদের পরাজিত করে। ২০১৬ সালের ৩০ অক্টোবর মাত্র তিন দিনেই ফলাফল বের করে আনে বাংলাদেশ। ফলে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়। 

ওই টেস্ট সিরিজ অলরাউন্ডার  সাকিব আল হাসান বল হাতে ১২টি উইকেট পান এবং ব্যাট হাতে করেন ১০৬ রান। তবে মেহেদি হাসান মিরাজ বল হাতে মোট ১৯টি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন। মিরাজ ও সাকিব মিলে ইংল্যান্ডে ৪০ উইকেটের মধ্যে দখল করেন ৩১টি উইকেট। মূলত, তারাই ধস নামান ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিংয়ে।  

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৬৪ রানেই গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। টাইগারদের ছুঁড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও মিরাজ-সাকিবের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়ে তোলে ২৯৬ রান। প্রথম ইনিংসে ২৪৪ রান তুলে অলআউট হয় সফরকারি ইংল্যান্ড। তাতে টাইগারদের লিড দাঁড়ায় ২৭২ রানে। কিন্তু মিরাজ-সাকিবের আক্রমণে তাদের হারতেই হয়।

মাত্র ১৯ বছর বয়সী মিরাজ অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভাঙলেন। গড়লেন নতুন রেকর্ড।

এর আগে ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জন জেমস ফেরিস অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বেন স্টোকসকে বোল্ড করে সাকিব স্যালুট দিয়ে যে উদযাপন করেছিলেন, তা আজও দর্শকদের মনে থাকার কথা।  

ওই সিরিজে একটি সেঞ্চুরিসহ ২৩১ রান করে সিরিজে ভালো অবদান রাখেন ওপেনার তামিম ইকবালও।

 

Link copied!