বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ আফ্রিকার ফাইনালের সঙ্গী হবে কে, ভারত না অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৭:৩৬ পিএম
দক্ষিণ আফ্রিকার ফাইনালের সঙ্গী হবে কে, ভারত না অস্ট্রেলিয়া
ছবি: প্রতীকী

ঠিক এই মুহূর্তে বিভিন্ন জায়গায় চলছে বক্সিং ডে টেস্ট। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। চলছে ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজের বক্সিং ডে টেস্ট।  লর্ডসে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আছে এই দুই দল।

এর আগের দু’টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। কিন্তু প্রথম বার নিউজিল্যান্ড এবং পরের বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় তারা। তৃতীয় বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে তাদের। অস্ট্রেলিয়ার কাছেও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। মেলবোর্ন টেস্টের পর আরও তিনটি ম্যাচ বাকি থাকবে তাদের। ভারতের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন প্যাট কামিন্সরা। সেখানে জিতেও ফাইনালে ওঠার সুযোগ পাবেন তারা।

পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। দু’ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল তারা। প্রথম ইনিংসে পাকিস্তান ২১১ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০১ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় প্রোটিয়া দল।  

একটি ম্যাচ বাকি থাকতেই লর্ডসের ফাইনালে জায়গা পাকা করে ফেলল দক্ষিণ আফ্রিকা। ১১টি টেস্টের মধ্যে সাতটি জিতেছে তারা। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের এখন ১৫ ম্যাচে ১০৬ পয়েন্ট। ৫৮.৮৯ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা। ভারত রয়েছে তৃতীয় স্থানে। ১৭ ম্যাচে ১১৪ পয়েন্ট। ৫৫.৮৮ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া বাকি কোনও দলের পক্ষেই আর ফাইনালে ওঠা সম্ভব হবে না।

খেলা বিভাগের আরো খবর

Link copied!