• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সাকিব-মুশফিকের রিপ্লেসমেন্ট কারা, জানালেন হার্শা ভোগলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৩:২৪ পিএম
সাকিব-মুশফিকের রিপ্লেসমেন্ট কারা, জানালেন হার্শা ভোগলে
মুশফিক, সাকিব ও হার্শা। ছবি: সংগৃহীত

ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশ প্রসঙ্গে বরাবরই বেশ উচ্ছ্বসিত তিনি। ভারতে বাংলাদেশ দলের সফর নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে লম্বা সময় কথা বলেছেন, আলাদাভাবে বিশ্লেষণের চেষ্টা করেছেন পুরো টাইগার দল নিয়ে।

তবে কথার মাঝে আলাদা করে উঠে এসেছে বেশকিছু তারকার নাম। হার্শা বলেন, ‘তাদের শীর্ষ ৮ ব্যাটারের মধ্যে ২ জন আছে যারা উইকেটকিপিংও করতে পারে, তারা চাইলে কেবল ব্যাটার হিসেবেও খেলতে পারে। ২ জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে, অবশ্যই সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। মিরাজকে যতবারই দেখি ততবারই মনে হয়, আরও ভালো হচ্ছে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ বড় দায়িত্বের জন্য প্রস্তুত আছে।’

হার্শা আরও বলেন, ‘সাকিব কতদিন খেলবে আমি জানি না। আমার মনে হয় সে শেষের অনেক কাছাকাছি। মুশফিকের ক্ষেত্রেও এমনটা বলব, তবে তার ব্যাটিং ভালো হচ্ছে। তারা বিদায় নিলে লিটন ও মেহেদীর মধ্যেই তাদের রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। ৫-৮ নম্বরের দিকে দেখুন মুশফিক, সাকিব, লিটন, মিরাজরা ১ ধাপ নিচে খেলছে যেখানে তারা খেলতে পারে তার থেকে।’

তার ভাষ্য ‘টেস্ট ক্রিকেটে আপনি এই বিষয়টি দেখবেন যে ব্যাটাররা কি বেশি উপরে ব্যাট করছে নাকি নিচে করছে। বাংলাদেশের এই লাইনআপে সবাই তাদের সামর্থ্যের কিছুটা নিচে নেমে ব্যাট করছে এবং এটাই নির্দেশ করছে তাদের ব্যাটিংয়ের গভীরতা কতখানি।’

তবে টপ অর্ডারের কাছেও রানের আশা হার্শার, ‘বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু এখন রান পাচ্ছে না। এবং মুমিনুল হক, যে কিনা অনেক দিন ধরে টেস্টে খেলে আসছে। ফলে এই দুজনকে রান করতে হবে, ওপেনিং থেকেও রান দরকার। পাকিস্তানের বিপক্ষে জাকিরের ব্যাটিং ভালো লেগেছিল আমার। সাদমান ইসলামের কাছ থেকে হয়ত আরও একটু আশা করা যায়। মাহমুদুল হাসান জয়ও ছিল, তবে সে চোটে ছিল কিছু সময় ধরে। শীর্ষ চার যদি রান না পায় তাহলে নিচের ব্যাটারদের উপর চাপ পড়ে। এখানেই বাংলাদেশের বড় পরীক্ষাটা হতে যাচ্ছে।’

ভারত ও বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর।

 

Link copied!