বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দলে জায়গা পাননি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্টিভ স্মিথও।
সারা বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মোট ছয়টি দেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছেন সেই দলে।
সেরা একাদশে ওপেনার হিসাবে রয়েছেন ভারতের যশস্বী জসওয়াল ও ইংল্যান্ডের বেন ডাকেট। তিন নম্বরে ব্যাট করার জন্য বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের জো রুটকে। ব্যাটিং অর্ডারের চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। পাঁচ নম্বরে ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসে। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে দলে রয়েছেন অ্যালেক্স ক্যারে।
দলে রয়েছেন চার জন বিশেষজ্ঞ বোলার। বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ভারতের যশপ্রীত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার জশ হেজলউড। স্পিনার হিসাবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে যে চার জনকে বেছে নিয়েছে, তারা সকলেই আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত দলে। তারা হলেন বুমরাহ, রুট, ব্রুক এবং মেন্ডিস।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট একাদশ: যশস্বী জসওয়াল, বেন ডাকেট, জো রুট, রবীন্দ্র জাদেজা, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারে, ম্যাট হেনরি, জসপ্রীত বুমরাহ, জশ হেজ়লউড ও কেশব মহারাজ।