এশিয়া কাপের শেষ চারের লড়াইয়ে ভারত-পাকিস্তানের ম্যাচ নিষ্পত্তি হয়েছে সোমবার (১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডেতে গিয়ে। এই ম্যাচ শেষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও রোহিত শর্মার দলকে মাঠে নামতে হচ্ছে। এবার তাদের প্রতিপক্ষ এশিয়া কাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। এই ম্যাচে মাঠে নামার আগে মুখোমুখি দেখায় অতীত পরিসংখ্যান ওয়ানডেতে সব মিলিয়ে ভারতকে এগিয়ে রাখলেও লঙ্কানদের পক্ষে আছে এশিয়া কাপের পরিসংখ্যান।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ভারত। পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হলেও, সুপার ফোরে সেটি পুষিয়ে দিয়েছে রোহিতের দল, যা তাদের লঙ্কানদের বিপক্ষে ম্যাচেও চনমনে রাখতে পারে। তবে টানা ম্যাচ খেলার চ্যালেঞ্জ নিতে হবে রোহিত-কোহলিদের।
অন্যদিকে চোটে জর্জরিত বোলিং লাইনআপ নিয়েও দারুণ লড়াই চালিয়ে যাচ্ছে লঙ্কানরা। দলটা ওয়ানডেতে ১৩ ম্যাচে আনবিটেন থেকে ভারতের বিপক্ষে মাঠে নামবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত দুই দল মোট ১৬৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৯৬ ম্যাচে জয় তুলে নিয়েছে, বিপরীতে শ্রীলঙ্কা জয় তুলতে পেরেছে ৫৭ ম্যাচে। এ ছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল। একটি ম্যাচ ‘ড্র’ হয়েছে। এদিক দিয়ে মঙ্গলবারের ম্যাচে সর্বোচ্চ সাতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা এগিয়ে থেকে মাঠে নামবে।
ঘরের মাঠে মুখোমুখি দেখায় এগিয়ে আছে লঙ্কানরাই। নিজেদের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারের স্বাদ দিয়েছে। যেখানে ভারতের কাছে তাদের পরাজিত হতে হয়েছে ১২ ম্যাচে। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত ২১ বার। যার মধ্যে ভারতের জয় ১০ ম্যাচে। অন্যদিকে স্বাগতিকদের জয় ভারতের থেকে ১ ম্যাচ বেশি। সর্বশেষ ২০২২ এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরে আসর থেকে বিদায় নেন রোহিত, কোহলিরা। এরপর লঙ্কানরা টুর্নামেন্টটির শিরোপা জিতে হেক্সা মিশন পূরণ করে। মঙ্গলবারের ম্যাচে নিশ্চয়ই গত আসরের বদলা নিতে চাইবে ভারত। অন্যদিকে ছয়বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ওয়ানডেতে আনবিটেন থাকার রেকর্ড এগিয়ে নিয়ে যেতে চাইবে।