• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ১০:১৮ এএম
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে
নেপালকে হারিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। ছবি: সংগৃহতীত

ঈদুল আজহার খুশি দ্বিগুণ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব নিশ্চিত করেছেন নাজমুল হোসেন শান্তরা।

তা সুপার এইটে তো উঠল, সেখানে কেমন চ্যালেঞ্জ অপেক্ষায় বাংলাদেশের। এককথায়, কঠিন চ্যালেঞ্জ।

সুপার এইটে বাংলাদেশ পড়েছে গ্রুপ ওয়ানে। সেখানে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তিন দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরপর গ্রুপের দুই শীর্ষ দল উঠবে সেমিফাইনালে।

অন্য গ্রুপে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে বাংলাদেশের গ্রুপ থেকে ওঠা দক্ষিণ আফ্রিকা।

সুপার এইটের প্রতিপক্ষ
আগামী ২১ জুন বাংলাদেশ সময় ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচটি হবে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের দিন, অর্থাৎ ২২ জুন বাংলাদেশ সময় রাতে ভারতের বিপক্ষে এ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন শান্তরা।
সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৫ জুন সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

Link copied!