শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াই। বুধবার (২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হওয়া ৮ ম্যাচ দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই থেমেছে। এবার অপেক্ষা শেষ ১৬-তে মাঠের নামার।
শেষ ১৬-তে মাঠে নামার আগে দলগুলো তাদের প্রতিপক্ষ জানতে পারবে সোমবার (৭ নভেম্বর)। ওই দিন সুইজারল্যান্ডের নিওনে উয়েফা সদর দপ্তরে দলগুলোর ড্র অনুষ্ঠিত হবে। সেখানেই জানা যাবে, কে হবে কার প্রতিপক্ষ।
একই গ্রুপ থেকে শেষ ১৬-তে ওঠা কোনো দলই নকআউট পর্বের এই রাউন্ডে মুখোমুখি হবে না। এমনকি একই লিগের দুই দলও হবে না মুখোমুখি।
শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি। ফিরতি লেগ আয়োজিত হবে ৭, ৮, ১৪ ও ১৫ নভেম্বর।
দেখে নেওয়া যাক কোন কোন দল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে।
নাপোলি- ইতালি
পোর্তো- পর্তুগাল
বায়ার্ন মিউনিখ- জার্মানি
টটেনহ্যাম- ইংল্যান্ড
চেলসি- ইংল্যান্ড
রিয়াল মাদ্রিদ- স্পেন
ম্যানচেস্টার সিটি- ইংল্যান্ড
বেনফিকা- পর্তুগাল
লিভারপুল- ইংল্যান্ড
ক্লাব ব্রুগে- বেলজিয়াম
ইন্টার মিলান- ইতালি
আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট- জার্মানি
এসি মিলান- ইতালি
আরবি লাইপজিগ- জার্মানি
পিএসজি- ফ্রান্স
বরুসিয়া ডর্টমুন্ড- জার্মানি