• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ওয়ানডে সিরিজ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৭:৪৩ এএম
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত
ভারতের উইকেট পতনে অজি খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

সাত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেটে দল মাঠে যে কতটা ভয়ানক, তা হাড়ে হাড়ে টের পেল ভারত। এবার অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে তারা ০-৩ ম্যাচে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক নারী দলের বিপক্ষে। বুধবার পার্থে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে অজিরা ৮৩ রানের বিশাল ব্যবধানে সফরকারী ভারতকে পরাজিত করেছে। অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ২৯৮ রানের জবাবে ভারত ২১৫ রানে অলআউট হয়ে যায়। এর আগে প্রথম ম্যাচে ৫ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ১২২ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে টস জিতে ভারত ফিল্ডিং নেয়। আর ব্যাট করতে নেমে ঝড় তোলেন অজি নারীরা। ম্যাচসেরা আন্নাবেল সাদারল্যান্ড ৯৫ বলে ১১০ রানের সেঞ্চুরি হাঁকান। অধিনায়ক তাহলিয়া ম্যকগ্রাথ অপরাজিত ৫৬, আশলে গার্ডনার ৫০ রান করেন। ভারতের অরুণধুতি রেড্ডি ৪টি উইকেট লাভ করেন। ভারতের স্মৃতি মন্ধনা ১০৫ রানের সেঞ্চুরি করলেও আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। গার্ডনার ৩০ রানে ৫টি উইকেট পান। এছাড়া, মেগান ও আলানা ২টি করে উইকেট লাভ করেন।

Link copied!