• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০২:৫২ পিএম
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত
জোড়া হাফ সেঞ্চুরি করেও ভারতের হার ঠেকাতে পারেননি ধ্রুব জুরেল। ছবি : সংগৃহীত

বর্ডার-গাভাস্কার টেস্ট ক্রিকেট ট্রফির আগেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে সিরিজের ২টি বেসরকারি টেস্ট ম্যাচেই পরাজিত হয় ভারতীয় ‘এ’ দল।

ভারতীয় সমর্থকদের প্রত্যাশার বেলুনে পিন ফুটিয়ে দেন স্যাম কনস্টাস ও বিউ ওয়েবস্টার জুটি। এক দিন বাকি থাকতেই ভারতকে দ্বিতীয় বেসরকারি টেস্ট হারতে হয় ৬ উইকেটের ব্যবধানে। ফলে দুই টেস্টের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।

মেলবোর্নে টস হেরে ব্যাটে মাত্র ১৬১ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। দলের হয়ে ৮০ রান করেন ধ্রুব জুরেল। ২৬ রান করেন পাডিক্কাল। নীতীশ রেড্ডি করেন ১৬ রান। অস্ট্রেলিয়ার ৪টি উইকেট নেন মাইকেল নেসার। ৩টি উইকেট নেন বিউ ওয়েবস্টার।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ২২৩ রান। প্রথম ইনিংসে ৬২ রানের লিড নিয়ে নেয় অজিরা। মার্কাস হ্যারিস ৭৪, কোরি ৩৫ ও জিমি পিয়েরসন ৩০ রান করেন। ভারতের হয়ে ৪টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ৩টি উইকেট নেন মুকেশ কুমার। ২টি উইকেট পান খলিল আহমেদ।

দ্বিতীয় ইনিংসে ভারত ২২৯ রান তোলে। ফের হাফ সেঞ্চুরি করেন ধ্রুব জুরেল, করেন ৬৮ রান। এছাড়া তনুষ কোটিয়ান ৪৪, নীতীশ রেড্ডি ৩৮ ও প্রসিধ কৃষ্ণা ২৯ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট নেন কোরি। ৩টি উইকেট নেন ওয়েবস্টার। ২টি উইকেট নেন ম্যাকঅ্যান্ড্রু।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ ইনিংসে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। তারা মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে বসে। প্রসিধ কৃষ্ণা প্রথম ওভারে পরপর ২ বলে সাজঘরে ফেরান মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্যানক্রফটকে। ৪৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ন্যাথন ম্যাকসুইনিকে (২৫) আউট করেন মুকেশ কুমার।

৭৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। অলিভার ডেভিসকে (২১) আউট করেন তনুষ কোটিয়ান। তবে বিউ ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। কনস্টাস ৭৩ রানে অপরাজিত থাকেন। ৪৬ রানে নটআউট থাকেন ওয়েবস্টার। ভারতের হয়ে শেষ ইনিংসে ২টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও তনুষ কোটিয়ান।

Link copied!