সাকিব আল হাসানের মতোই এক বিশেষ রেকর্ডের মালিক অলরাউন্ডার ইংল্যান্ডের ইয়ান বোথাম। সেটা হলো; সাকিব, বোথাম এবং পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক টেস্টে সেঞ্চুরি ও ১০টি উইকেট শিকার করা তিন অলরাউন্ডার। সেই বোথাম এবার ভাগ্যক্রমে কুমিরের পেটে যাওয়া থেকে রক্ষা পেলেন।
কয়েকদিন আগে বোথাম মাছ শিকার করতে অস্ট্রেলিয়ার মার্ভ হিউজের সঙ্গে তাদেরই দেশের মোয়েলা নদীতে যান। ইংল্যান্ডে নদীতে মাছ ধরার ঝামেলা বেশি বলেই ক্রিকেট জীবনের প্রতিপক্ষ আর বর্তমান জীবনের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অস্ট্রেলিয়ায় মাছ ধরতে যান। সেখানেই ঝামেলা হয়।
বোথাম হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান। হিউজ তাৎক্ষণিকভাবে খুব দ্রুত তাকে পানি থেকে নৌকায় তুলতে সমর্থ হন। সেই সময় বেশ কয়েকটি কুমির বোথামের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ছিল। আর তখনই হিউজ দ্রুত তাকে বিপদের হাত থেকে রক্ষা করেন।
বোথাম সম্প্রতি এক স্বাক্ষাৎকারে এই ঘটনার কথা বলেন। তিনি বলেন, ‘এটা সত্য যে আমি বেঁচে। আমি পানিতে যত দ্রুত পড়ে যাই, তার চেয়ে দ্রুত উঠে পড়ি।’
বোথাম ১৯৯২ এবং হিউজ ১৯৯৪ সালে ক্রিকেট থেকে অবসর নেন।