• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

তামিম কি আর খেলতে পারবেন, যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৩:২০ পিএম
তামিম কি আর খেলতে পারবেন, যা জানা গেল
তামিম ইকবাল

হঠাৎই ছড়িয়ে পড়ে এক দুঃসংবাদ, গুরুতর অসুস্থ তামিম ইকবাল, হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। সোমবার (২৪ মার্চ) দুপুরের দিকে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েন দেশের ক্রিকেটপাগল সমর্থকরা।

পরে জানা গেছে, ডিপিএলের ম্যাচ খেলতে নেমে বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে যেতে হয় তামিমকে। পরপর দুবার হার্ট অ্যাটাক হয় তার। সাবেক এই বাংলাদেশ অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়ে। সোমবারই সঙ্গে সঙ্গে এনজিওগ্রাম করে হার্টে রিং পরানো হয়।

তামিমের এমন অসুস্থতার খবরের কথা জেনে সারা দিনই চিন্তিত ছিলেন তার দর্শকরা। আতঙ্কিত হয়েছিলেন তামিমের সাবেক ও বর্তমান সতীর্থরাও। চিকিৎসক জানিয়েছিলেন, তামিমের শারীরিক অবস্থার জটিলতা এখনো কাটেনি।

তামিম ইকবাল এখন কেমন আছেন? এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটিই সবচেয়ে আলোচিত প্রশ্ন।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই শঙ্কামুক্ত তামিম।

তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে আজ সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের একটি কঠিন সময় যাচ্ছে। যে পর্যায়ের ক্রিটিক্যাল পিরিয়ড ছিল আমরা সেখান থেকে একেবারে না হলেও কিছুটা কাটিয়ে উঠেছি। উনি সুস্থ আছেন, খাওয়াদাওয়া করছেন, কথা বলছেন, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।

তামিম আবার খেলতে পারবেন কি না, এ বিষয়ে চিকিৎসক বলেন, তামিমের অবস্থা নিয়ে কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি নিজেই চেকআপে থাকবেন।

তিনি বলেন, তার হার্ট কি আরও ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে, এসব পরীক্ষা-নিরীক্ষায় তিনি থাকবেন। এরপর চিকিৎসকরা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন। তবে এর আগে তাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।

Link copied!