আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও বাংলাদেশ খেলবে ইংল্যান্ডে। কন্ডিশন নিয়ে না ভেবে যেখানেই খেলা হোক না কেন মূল লক্ষ্য নিজেদের খেলার উন্নতি বলে জানান টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
ক্যাম্পের উদ্দেশ্যে সিলেট যাওয়ার আগে বুধবার (২৬ এপ্রিল) হোম অফ ক্রিকেটে নির্বাচক প্যানেলের সাথে দীর্ঘ মিটিং করেছেন হাথুরু।
মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাথুরু। সেখানে তিনি বলেন, “শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য ভাবছি। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতির চেষ্টা করছি, সেটা যেখানেই খেলি না কেন।”
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনের ক্যাম্প করবে বাংলাদেশ। সেই ক্যাম্প করতে আজই সিলেট যাবে তামিম ইকবালের দল।
ক্যাম্প করার জন্য সিলেটকে বেঁছে নেওয়ার কারণও এদিন জানিয়েছেন হাথুরু। তিনি বলেন, “আমরা যখন সিলেটে খেললাম, মনে হল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হল সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।”