• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হারের কারণ হিসেবে যা বললেন টাইগার অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০১:১৭ পিএম
হারের কারণ হিসেবে যা বললেন টাইগার অধিনায়ক
মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

তামিম ইকবাল প্রায় দেড় বছর আগে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। আর মাশরাফি বিন মর্তুজা তো ২০০৯ সালেই শেষ টেস্ট খেলে ফেলেছেন। পঞ্চপান্ডবের বাকি তিন তারকা সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম নেই দলে। ফলে প্রায় তারকাবিহীন ও অনভিজ্ঞ বাংলাদেশ টেস্ট দল এন্টিগায় এবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচেই ২০১ রানের বড় ব্যাবধানে হেরে গেছে।

মঙ্গলবার ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে মাত্র ৪০ মিনিটেই গুটিয়ে যায় টাইগাররা। অবশ্য আগেরদিনই ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে মেহেদি মিরাজের দল হার প্রায় হারের সামনে দাঁড়িয়েছিল। শেষ দিনে বাকি কাজটি করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পরে টানা পঞ্চম টেস্ট হারল বাংলাদেশ দল। এমন ফলাফলে স্বাভাবিকভাবেই চাপে টাইগাররা। তবে দায়টা কার? তা নিয়েই উঠছে প্রশ্ন।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজও ব্যাটারদের ওপরই হারের দায়টা দিয়েছেন। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটতে পারে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচে আরও ভালো খেলতে হবে।’

মিরাজ আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। আমরা চেষ্টা করব কীভাবে পরের ম্যাচে ভালো করা যায়।’

 

Link copied!