• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

রোনালদোর অবসর নিয়ে কোচের বক্তব্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ১২:৩৪ পিএম
রোনালদোর অবসর নিয়ে কোচের বক্তব্য
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী পর্তুগীজ বিশ্ব তারকা ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। 

শুক্রবার (৫ জুলাই)  রাতে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে রোনালদোর দল পর্তুগালকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। 

ম্যাচে সবার দৃষ্টি ছিল রোনালদো ও এমবাপের দিকে। ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলহীন থাকলে তা গড়ায় অতিরিক্ত সময়ে। এখানেও কোন দল গোল করতে পারেনি। ফলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটির। সেখানেই ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল ধরা খায় ফ্রান্সের কাছে। ম্যাচের পর গুঞ্জন শুরু হয়েছে যে, রোনালদো নাকি জাতীয় দলে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন।     

অবশ্য ৩৯ বছর বয়সী রোনালদো আগেই বলেছিলেন, এটাই তার শেষ ইউরো। কিন্তু তিনি বলেননি, জাতীয় দলের হয়ে শেষ খেলা কিনা। এ নিয়ে পর্তুগাল কোচ রবার্টো মার্টিনেজ বলেছেন, জাতীয় দলে রোনালদোর খেলা শেষ হয়নি। রোনালদো কবে জাতীয় দল থেকে অবসর নেবেন, সেটা সে নিজেই জানাবেন। এখনো এ নিয়ে কোন আপডেট তার কাছে নেই।

Link copied!