আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ইস্যুতে সুর কিছুটা নরম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ও ভারতের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনের খবর, শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
পাকিস্তান অবজার্ভারে ৩০ নভেম্বর এক খবরে বলা হয়, দুটি শর্ত পূরণ হলেই হাইব্রিড মডেলে খেলা আয়োজন করবে পিসিবি। প্রথমটি হলো, পিসিবিতে আইসিসির প্রদেয় রাজস্বের হার বাড়াতে হবে। দ্বিতীয়টা হলো, ভারত যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না আসে, তাহলে ২০৩১ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টগুলোতে অংশ নিতে ভারতে যাবে না পাকিস্তান।
তবে এরই মধ্যে দুই দেশের চলমান অচলাবস্থার মধ্যেই অবাক করা তথ্য দিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। সর্বকালের অন্যতম সেরা স্পিডস্টার শোয়েব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, ‘হাইব্রিড মডেল চুক্তি আরও আগেই সই হয়ে গেছে।’
অবশ্য এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন শোয়েব। ভারত যদি সেটি না করে, তাহলে তাদের উচিত উচ্চ হারে পিসিবিকে রাজস্ব ভাগ দেওয়া।
শোয়েব বলেন, ‘আপনি আয়োজকস্বত্ব ও রাজস্বের জন্য অর্থ পাচ্ছেন। এটি ঠিক আছে- আমরা সবাই এটি বুঝতে পারি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসঙ্গত। যদি আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে সক্ষম হই এবং তারা (ভারত) আসতে ইচ্ছুক না হয়, তাদের উচিত আমাদেরকে উচ্চ হারে রাজস্বের ভাগ দেওয়া। এটাই ভালো সিদ্ধান্ত।’
তবে পিসিবির দ্বিতীয় শর্তের পক্ষপাতী নন শোয়েব। তিনি মনে করেন, বন্ধুত্ব বাড়াতে অবশ্যই পাকিস্তানের উচিত হবে ভারতে খেলতে যাওয়া।
শোয়েব বলেন, ‘ভবিষ্যতে ভারতে খেলার ক্ষেত্রে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে সেখানে যাওয়া উচিত। বরাবরই আমার বিশ্বাস, ভারতে গিয়ে তাদের পরাজিত করা সম্ভব। ভারতে খেলুন ও তাদেরকে ঘরের মাটিতে পরাজিত করুন।’