ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সিরিজের পর বাদ পড়ার কথা ছিলো মুশফিকুর রহিমেরও। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আল হাসান বলেন, “রিয়াদ ভাই ইংল্যান্ডের সাথে ৩য় ওয়ানডে খেলে বাদ পড়ে। ওই সিরিজের শেষ ম্যাচের কথা আমার খুব ভালোভাবে মনে আছে। রিয়াদ ভাই এবং মুশফিক ভাই দুজনই ওই সিরিজের পর বাদ পড়তো। দুজনেরই লাস্ট ইনিংস ছিলো। আমি অন্তত ড্রেসিংরুমে জানতাম। যে খারাপ করবে, বাদ পড়ে যাবে।”
সাকিব আরও বলেন, “মুশফিক ভাইয়ের ওই সময়টা ভালো যাচ্ছিল না। ভাগ্য ভালো যে, মুশফিক ভাই ৭০ রান করেন। পরবর্তী সিরিজ থেকে তিনি ছয়ে ব্যাটিং করেন এবং আলহামদুলিল্লাহ রান করতে শুরু করেন। রিয়াদ ভাই ঐ ইনিংসে ভালো করতে পারেনি। তারপর থেকে রিয়াদ ভাই বাদ পড়ে।”
এশিয়া কাপে সাকিবের কারণে নাকি দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এমন কথার শোনার পর সাকিব বলেন, “মানুষের সাইলকোলজি এমন কেন! আমি কিছু জানি না! তাও আমার দোষ দেওয়া হয়েছে!”
অধিনায়ক একা যে দল নির্বাচন করেন না সেটাও মনে করিয়ে দিয়েছেন সাকিব। এই অলরাউন্ডার বলেন, “রিয়াদ ভাইয়ের যে ডেডিকেশন ছিল তার দলের প্রতি যে অবদান ছিল। দলের হয়ে খেলার যে ইচ্ছে ছিল, সবকিছু সবাই দেখতে পেরেছে। আমার দায়িত্বতো পুরো দলটা নির্বাচন করার না। এমনটা হলে এশিয়া কাপের একদিন পরেই এনাউন্স করে দল দিয়ে দিতে পারতাম। এটা অনেক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক বিষয় চিন্তা করতে হয়। অনেক কিছু চিন্তা করে দলটা গড়তে হয়।”