• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

গোলের সেঞ্চুরি করে যা বললেন সালাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৩:৪২ পিএম
গোলের সেঞ্চুরি করে যা বললেন সালাহ
গোলের পর উচ্ছ্বসিত সালাহ। ছবি: সংগৃহীত

হয়তো তিনি ব্যালন ডি‍‍’অর এখনো জিততে পারেননি, তারপরও মোহাম্মদ সালাহকে বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় মনে করা হয়। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে তো তার বিকল্পই নেই। গোলের পর গোল করে চলেছেন লিভারপুলের হয়ে। এবার নিজেদের মাঠ আনফিল্ডে গোলের সেঞ্চুরি করলেন সালাহ।   

লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে লিভারপুল। ম্যাচে একটি গোল করেন সালাহ। এটা নিয়ে আনফিল্ডে তার ১০০ গোল পূর্ণ হলো। এমন একটি মাইলফলক স্পর্শ করে সালাহ দারুণ খুশি। 

সালাহ বললেন, ‍‍‘এটা খুব আনন্দের বিষয়। তবে সবচেয়ে বড় বিষয়, আমাদের আরও নমনীয় থাকতে হবে। আমাদের আক্রমণের ধারা বজায় রাখতে হবে। আর এভাবে চললে আমরা লিগের শিরোপা জিততে পারব। অবশ্য আমার গোল করার চাইতে বড় বিষয় হলো দলের জয়।‍‍’

৪২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। আর চেলসি এক ম্যাচ বেশি খেলেছে। তাই পরের ম্যাচ জিতলে পয়েন্টের ব্যবধান ১০ হবে।

Link copied!