• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কাতার বিশ্বকাপ

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গ্রুপ ‘বি’-র কী সমীকরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০২:৫৫ পিএম
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গ্রুপ ‘বি’-র কী সমীকরণ

গ্রুপ পর্বে প্রতি গ্রুপের শেষ রাউন্ডের দুইটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের যেকোনো মুহূর্তেই বদলে যেতে পারে সমীকরণ। তাই দুই ম্যাচেই চোখ রাখতে হবে সমর্থকদের।

গ্রুপ ‘বি’ থেকে কোনো দলই এখনও নিশ্চিত করতে পারেনি শেষ ষোলো। সবগুলো দলের সামনেই আছে পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ। এমন কি বাদ পড়ার শঙ্কাতেও আছে সবগুলো দলই। পরবর্তী রাউন্ডে উঠতে চার দলের সামনে কী সমীকরণ তা তুলে ধরা হলো।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হবে ওয়েলস-ইংল্যান্ড ও ইরান-যুক্তরাষ্ট্র

ইংল্যান্ড:

ওয়েলসের বিপক্ষে ড্র কিংবা জিততে পারলেই শেষ ষোলো নিশ্চিত হবে ইংল্যান্ডের। হারলেও অবশ্য সুযোগ থাকবে। ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচে যে কোনো দল জিতলেই শেষ ষোলোতে উঠবে ইংল্যান্ড।

তবে সেক্ষেত্রে ইংল্যান্ডকে খেয়াল রাখতে হবে তারা যেন ৩ গোলের বেশি ব্যবধানে না হারে। ৪ গোলের বেশি ব্যবধানে হারলে ছিটকে যাবে তারা। ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচটি ড্র হলে সর্বোচ্চ দুই গোলের ব্যবধানে হারলেও গ্রুপ সেরা হবে ইংলিশরা। ৫ গোলের ব্যবধানে হারলে গ্রুপ রানার্সআপ হবে তারা।

ইরান:

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলে শেষ ষোলো নিশ্চি হবে ইরানের। আর অন্য ম্যাচে ড্র কিংবা ইংল্যান্ড ম্যাচ হারে সেক্ষেত্রে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করলেও সুযোগ থাকবে ইরানের। ওই সময় অবশ্য ওয়েলস-ইংল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে তাকায় থাকতে হবে। ওই ম্যাচটি ড্র কিংবা ওয়েলসের হারতে হবে।

যুক্তরাষ্ট্র:

শেষ ষোলো নিশ্চিত করতে ইরানকে হারাতেই হবে। নিজেরা জিতলে এবং ইংল্যান্ড হারলে গ্রুপ সেরা হবে যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড ড্র করলে এবং নিজেরা কমপক্ষে ৫ গোলের ব্যবধানে জিতলে গ্রুপ সেরা হবে যুক্তরাষ্ট্র।

ওয়েলস:

নিজেদের ম্যাচে জিততেই হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচ ড্র হয়। অন্য ম্যাচে ইরান বা যুক্তরাষ্ট্র জিতে যায়, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে গ্যারেথ বেলের দলকে জিততে হবে কমপক্ষে ৪ গোলে।

Link copied!