• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আইপিএল ফাইনাল পরিত্যক্ত হলে সিদ্ধান্ত কী?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০২:৪৩ পিএম
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আইপিএল ফাইনাল পরিত্যক্ত হলে সিদ্ধান্ত কী?
ট্রফি সহ দুই অধিনায়ক কলকাতার শ্রেয়াস আয়ার ও হায়দরাবাদের প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত

আইপিএলের ফাইনালের আগে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি শনিবার রাতেই ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

‘রেমাল’ এর প্রভাবে রোববার ফাইনালে বৃষ্টি হলে কী হবে? ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে। রোববার ফাইনাল না হলে, সোমবার ফের মুখোমুখি হবেন শ্রেয়াস আয়ার-প্যাট কামিন্সরা।

রোববারই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় আগে থেকেই বরাদ্দ রয়েছে। ওভার কমিয়ে হলেও ম্যাচ আয়োজনের চেষ্টা হবে। একান্তই খেলা না হলে ফাইনাল হবে পরের দিন।

রোববার কয়েক ওভার বা একটি দলের ইনিংস শেষ হয়ে গেলেও তা ধরা হবে না সোমবার। নতুন করে টস থেকে শুরু হবে লড়াই। ফাইনালে ওঠা উভয় দলকে সমান সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। চেষ্টা করা হবে অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজনের।

কিন্তু সোমবারও ফাইনাল ম্যাচ শেষ করা না গেলে কারা ট্রফি পাবে? দু’দলকে কি যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। না। এ ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় রয়েছে কলকাতা। ফাইনাল সম্পূর্ণ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবেন শ্রেয়সেরা। এ ক্ষেত্রে বিচার করা হবে লিগ পর্বের পয়েন্ট। এক নম্বর দল হিসাবে কলকাতা লিগের লড়াই শেষ করায় তারা তৃতীয় বারের মতো শিরোপা জিতবে।

Link copied!