• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

সাকিব-তামিমসহ বাংলাদেশের দল ঘোষণা নিয়ে যা জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০২:৫৫ পিএম
সাকিব-তামিমসহ বাংলাদেশের দল ঘোষণা নিয়ে যা জানা গেল
ছবি: প্রতীকী

চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের (পূর্ব নাম নকআউট বিশ্বকাপ) প্রথম আয়োজক বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি। শুধু একবার সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ আসরে।

দীর্ঘ এক জটিলতার পর অবশেষে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিগত ২০২৪ সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয়, হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরেই দ্রুতগতিতে এগুচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এরইমাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেয়ার সময়।

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আইসিসির ঘোষণা অনুযাইয়ী, ১২ জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী ৮ দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।  

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

টুর্নামেন্টে অংশ নিতে এরইমাঝে দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড।

স্কোয়াড জমা দেয়ার সময় ঘনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয়। তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিবও ৮-জাতি এই টুর্নামেন্ট খেলবেন কিনা, তাও বড় প্রশ্ন। অফফর্মে থাকা লিটন দাস থাকছেন কি না তাও এক প্রশ্ন। অবশ্য অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই।  ১২ জানুয়ারির প্রাথমিক স্কোয়াড সাজাতে নির্বাচকদের অনেকগুলো সমস্যা মেটাতে হবে সেটা নিশ্চিতভাবেই বলা চলে।

৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ-‘এ’ তে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গী ভারত ও নিউজিল্যান্ড। ২০ তারিখ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ।

Link copied!