বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের নিলাম হবে আগামী সেপ্টেম্বর মাসে। বিপিএলের সম্ভাব্য সূচি নিয়ে বোর্ডের সভায় আলোচনা হয়েছে। পত্র-পত্রিকার তথ্য অনুযায়ী, আগামী নিবার্চন জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। এক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক সময়ে বিপিএল হবে।
তবে আগামী বিপিএল জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ পরের মাসের মধ্য সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
জানা গেছে, এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন না দলটির বিগত আসরের অধিনায়ক সাকিব আল হাসান। তেমনই আভাস পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির তরফ থেকে।
সাকিবের নেতৃত্বে ২০২২ সালের ফাইনালিস্ট ছিল বরিশাল। গত আসরে অবশ্য ভালো দল গড়েও এলিমিনেশন রাউন্ড হেরে বিদায় নিতে হয় তাদের। দলের বিদায়ের পর সাকিবের ডেডিকেশন নিয়ে প্রশ্ন তোলা হয়। দেশের সেরা অলরাউন্ডারের এই বিষয়টি পছন্দ হয়নি। এ কারণেই নাকি দলের সাথে এবার আর থাকার আগ্রহ নেই সাকিবের।
জানা গেছে, ঢাকার মালিকানাধীন দলের সাথে এবার খেলবেন সাকিব। তেমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।