• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ভারতীয় দলের চরম ব্যর্থতায় রেগে আগুন হয়ে যা বললেন গাভাস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:৩৭ পিএম
ভারতীয় দলের চরম ব্যর্থতায় রেগে আগুন হয়ে যা বললেন গাভাস্কার
সুনীল গাভাস্কার। ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা তো দূরের কথা, বোর্ডার-গাভাস্কার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হেরে গেছে ভারতীয় দল। ফলে দারুণ খেপেছেন সাবেক ভারতীয় ব্যাটিং তারকা সুনীল গাভাস্কার।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারতীয় দল। নিজেদের দলের মধ্যেই একটা ম্যাচ খেলে সটান পার্থ টেস্টে নেমেছিল। এরকম ঘটনা প্রথমবার ঘটল না। গত কয়েক বছরে বিদেশে টেস্ট সিরিজ খেলতে গিয়ে সেরকমভাবে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারতীয় দল। এবার অস্ট্রেলিয়ায় এসে ভারত পর্যদুস্ত হতেই ওই বিষয়টি নিয়ে তুমুল অসন্তোষ প্রকাশ করলেন গাভাস্কার।

স্টার স্পোর্টসে গাভাস্কারকে প্রশ্ন করা হয় যে, এরকম বিদেশ সফরের আগে কি ভারতীয় দলের আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল কিনা? আর সেটার প্রেক্ষিতেই তুমুল চটে যান গাভাস্কার। কটাক্ষের সুরে আক্রমণ শানান ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

তিনি বলেন, ‘আরে আমরা ক্রিকেটের কী জানি! আমরা তো ক্রিকেটের কিছুই পারি না। আমরা পয়সাবাজ। আমরা শুধু টেলিভিশনের জন্য বকবক করে যাই। তো আমাদের কথা (শোনার দরকার নেই)। টেলিভিশনের জন্য ইরফান (পাঠান) বা আমরা এমনিই বকবক করতে থাকি। আমাদের কথা শোনার কোনও দরকার নেই। ঠিক আছে, (কথা বলুক), মাথায় উপর দিয়ে সেইসব যেতে দাও। কোনও সমস্যা নেই। এখনও আমি যা বললাম, সেটা মাথার উপর দিয়ে যেতে দাও। এখান (এক কান) দিয়ে ঢোকাও, ওখান (অপর কান) দিয়ে বের করে তাকাও।’

ভারতীয় দলের কোচিং স্টাফদের নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কার। স্টার স্পোর্টসে তিনি বলেন, ‘আপনাদের কোচিং স্টাফ কী করছিল? বোলিং কোচ (মর্নি মর্কেল), ব্যাটিং কোচ (অভিষেক নায়ার) কী করছিল? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিলাম, পরের ম্যাচগুলিতেও হেরে গিয়েছিলাম আমরা। সেখানে আমাদের ব্যাটিংয়ে কোনও দম দেখা যায়নি। এখানেও (অস্ট্রেলিয়ায়) সেটাই হল। তো প্রশ্ন করা উচিত যে ভাই, তোমরা কী করলে? উন্নতি কেন দেখা যাচ্ছে না? তুমি বলো যে, এত ভালো বল ছিল যে আমাদের ব্যাটাররা সেটা সামলাতে পারেনি।’

ভারতীয় কোচিং স্টাফদের চ্যালেঞ্জ ছুড়ে গাভাস্কার প্রশ্ন করেন, ‘কীভাবে টিম ইন্ডিয়ার ব্যাটিং উন্নত করতে পারবেন?’ তিনি সাফ জানিয়ে দেন যে, এই থ্রোডাউন দিয়ে কিছু হবে না।

Link copied!