• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬
বিসিবিতে দ্বন্দ্ব

ফাহিমের অভিযোগের জবাবে যা বললেন ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৮:৫০ পিএম
ফাহিমের অভিযোগের জবাবে যা বললেন ফারুক
নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার এখন ক্ষমতায়। সবকিছুর মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন এসেছে। মাত্র কয়েক মাস হয়েছে,  এরমধ্যেই বিসিবির শীর্ষপর্যায়ে কোন্দলের আভাস মিলেছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে যে অভিযোগ করেছেন ফাহিম, সে বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

ফারুকের ভাষ্য, ‘পদত্যাগ করতে চায়নি (ফাহিম), কাজ করা কঠিন বলেছে। পদত্যাগ করতে চেয়েছে এমনটা আমি শুনিনি, যাই হোক ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। এই বোর্ড কিন্তু ফাহিম ভাই আর আমাকে বোঝায়। আর যারা আছে তারা কিন্তু সবাই পুরাতন।’

কাজের চাপেই ফাহিমের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বোর্ড সভাপতি, ‘কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম। তখন অনেক দিকে নজর দিতে হয়। তো সেখানে ভুল বুঝে একটা অবস্থা তৈরি হতে পারে। ওই জিনিস থেকেই হয়তো চিন্তা করছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

দুর্ব্যবহার প্রসঙ্গে বেশ কৌশলী জবাব ফারুকের, ‘দুর্ব্যবহার এটা তো আসলে একটা আপেক্ষিক টার্ম। আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, ছোট্ট একটা কথা বললেও দুর্ব্যবহার। কথাটা আসলে জোরে বলেছি! এরকম কোন কথা বলেছি যেটা উনি পছন্দ করেননি। অনেক সময় অনেক জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়।’

প্রসঙ্গত, এক টিভি চ্যানেলে পরিচালক ফাহিম বোর্ডপ্রধান ফারুকের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

ফাহিম বলেছেন, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!