• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিসিবির সভাপতি হয়ে যা যা বললেন ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৬:৪৯ পিএম
বিসিবির সভাপতি হয়ে যা যা বললেন ফারুক
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

তিনি বলেছেন সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। বিসিবির নতুন সভাপতি কাজ করার অনেক জায়গাও দেখছেন। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব জানান সাবেক অধিনায়ক, মিডলঅর্ডার ব্যাটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

দীর্ঘ প্রায় এক যুগ বিসিবি সভাপতির দায়িত্ব পালন করার পর বুধবার পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফারুককে।

সভাপতির দায়িত্ব নেওয়ার পর সভায় উপস্থিত বিসিবি পরিচালকদের সামনে বক্তব্য দেন ফারুক। সবাইকে তিনি অনুরোধ করেন, দেশ ও দেশের ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে।

‘আমার নতুন দায়িত্ব। চেষ্টা করব সততার সঙ্গে দায়িত্ব পালন করতে। একটা জিনিস সবার মাথায় যদি আপনারা ঢুকিয়ে নেন, সবার আগে যদি দেশটার কথা চিন্তা করেন… আমাদের বাংলাদেশ এবং এরপর বাংলাদেশ দল, তাহলে কিন্তু অনেক জিনিস সহজ হয়ে যাবে আপনাদের জন্য। কী হয়েছে না হয়েছে, আমরা সবাই জানি। এখন ভাবতে হবে আজকে এবং ভবিষ্যতের কথা।’

সভাশেষে বিসিবির মিডিয়া বিভাগের সঙ্গে ফারুকের তাৎক্ষনিক প্রতিক্রিয়াতেও মিশে থাকল একই ধরনের কথা। আগের বোর্ডের বিতর্ক ও প্রশ্নকে পেছনে ফেলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় শোনালেন তিনি।

‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। পাশাপাশি দলকে একটা জায়গায় দেখতে চাই। এটা তো অনেক বড় একটা ব্যাপার… কীভাবে দেখব। তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে কী হয়নি, অনেক প্রশ্ন আছে। তবে আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

তিনি বলেন, ‘এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলি সহজ হবে। অন্যদিকে আমরা যেন ডাইভার্ট না হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেট দল ও সার্বিকভাবে দেশ হিসেবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

Link copied!