রোহিত শর্মা ব্যাটিংয়ে ফর্ম ফিরে পেতে এবং নেতৃত্ব ধরে রাখতে লড়াই করে যাচ্ছেন, তা মোটামুটি সকলেরই জানা। বিশ্বের অনেক বর্তমান ও সাবেক তারকারা তাকে অনুপ্রাণিত করছেন, তার বাজে সময়ে পাশে দাঁড়িয়েছেন। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ড্যারিল কুলিনান ভারত অধিনায়ককে স্থূলকায় বলে কটাক্ষ করলেন। কুলিনান দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রতিভাধর ব্যাটার হিসাবে পরিচিত। তিনি বলেছেন, রোহিতের শারীরিক অবস্থা এখন আর আন্তর্জাতিক ক্রিকেটারের মতো নেই, যা তাকে পুরো দলের জন্য সমস্যায় ফেলে দিয়েছে।
রোহিতের নেতৃত্বে ভারত তাদের সর্বশেষ চারটি টেস্টৈই হেরেছে। তিনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং একটি গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে। যা রোহিতের অবস্থাকে আরও খারাপ করে তুলেছে। তিনি গত ছয় টেস্টে ১১.৮৩ গড়ে মাত্র ১৪২ রান করেছেন। কুলিনান শুধু শারীরিক অবস্থার কথাই বলেননি। বলেছেন, টপ লেভেলে খেলার মতো কোনো অবস্থাতেই নেই ভারতীয় অধিনায়ক।
তিনি বলেন, ‘আপনি রোহিতের দিকে তাকান, আর আপনি বিরাটের দিকে তাকান। তাদের শারীরিক অবস্থার দিকে তাকান। রোহিতের ওজন বেশি। তিনি আর বেশিদিন ক্রিকেট খেলতে পারবেন না।’
কুলিনান বলেন, ‘দেশে ও বিদেশে রোহিতের পারফরম্যান্সের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ৩৭ বছর বয়সী রোহিত এখন শুধুমাত্র ভারতের মাটিতে খেলার উপযুক্ত। সে যতবারই দক্ষিণ আফ্রিকায় গেছে, সবাই দেখেছে, সে শর্ট বল খেলতেই পারেননি। দক্ষিণ আফ্রিকায় রোহিত ১৪ ওয়ানডেতে মাত্র ২৫৬ এবং ৬ টেস্টে মাত্র ১৮৩ রান করেছেন। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে এখনও সেঞ্চুরি করতে পারেননি রোহিত।’