• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরাসরি বিশ্বকাপে খেলতে যা করতে হবে বাংলাদেশকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:৩৮ পিএম
সরাসরি বিশ্বকাপে খেলতে যা করতে হবে বাংলাদেশকে
ছবি: প্রতীকী

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আসন্ন আয়ারল্যান্ড সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ, আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।

বিশ্বকাপে ৮ দল অংশগ্রহণ করবে। তাতে সরাসরি অংশগ্রহণের একটি সুযোগ এসেছে বাংলাদেশ নারী দলের সামনে। বাংলাদেশ যদি এটাতে সফল হয় তাহলে তাদের বাছাইপর্ব খেলতে হবে না।

ঘরের মাঠে হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে যদি টাইগ্রেসরা ৩-০ ব্যবধানে জয়লাভ করতে পারে তবেই লক্ষ্য পূরণে তারা সফল হবে। এবং খেলতে হবে না বাছাইপর্ব।

সুযোগটি কাজে লাগাতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। বুধবার মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের পৃষ্ঠপোষক ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাশার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয়। আর আগামী বিশ্বকাপটা উপমহাদেশে হওয়ায় আমাদের দল বেশ আত্মবিশ্বাসী। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই এবং বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ করতে চাই। আমাদের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ আছে। তবে এসব পরের বিষয়। আমাদের সামনে এখন আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের দিকে আমরা ফোকাস থাকছি।’

বিসিবি পরিচালক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা পূর্বে নারী ক্রিকেটকে শক্তিশালী করতে পর্যাপ্ত কাজ করতে পারিনি। তবে এবার পাইপলাইন গড়ার উদ্যোগ নিয়েছি। অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দেশের সেরা কোচদের একজন সারওয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি। বিকেএসপিতে ক্যাম্প করে অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা হচ্ছে। আমরা অনূর্ধ্ব-১৬ দল নিয়েও কাজ করার পরিকল্পনা করছি।’

প্রসঙ্গত, আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর জ্যোতিদের তিনটি ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

Link copied!